ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এক ঘণ্টা পর ফের চালু হয়েছে। গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগার পর রেল লাইনের কয়েকটি কাঠের স্লিপার পুড়ে যাওয়ায় রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে টঙ্গী রেলসেতুর নিচে উত্তরাংশে ঝুটভর্তি বস্তার স্তূপে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনের শিখায় রেলপথের পুরনো কাঠের কয়েকটি স্লিপার পুড়ে গেছে।
টঙ্গীর স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, আগুনের ঘটনার পর সকাল ৬টা থেকে টঙ্গী রেলসেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।
কারও ফেলে দেওয়া সিগারেট থেকে ঝুটের স্তূপে আগুন লেগে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসকর্মীদের ধারণা।
এআর